Thursday, May 25, 2017

Auto suspension

সাসপেনশন কি?

গাড়ির যে পদ্ধতির মাধ্যমে গাড়ির ঝাকুনি রোধ করা হয় তাহাকে Auto suspension system বলে।

সাসপেনশনের গঠন:-

ইহা গাড়ীর সামনে ও পিছনের বিভিন্ন রকম স্প্রীং ও রাবার জাতীয় যন্ত্রাংস নিয়ে গঠিত।

রক্ষনাবেক্ষন:-

ইহা গাড়ীর গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার অভাবে আধিকাংশ যন্ত্রাংস অকেজো হয়ে যায়, যার মধ্যে সাসপেনশন অন্যতম। এ জন্য কমপক্ষে দুমাস পর পর গাড়ী water service করতে হবে এবং Moving parts গুলোকে গ্রীজিং করতে হবে।

কি করে বুঝবেন আপনার উক্ত সিষ্টেমে সমস্যা আছে:-

  1. গাড়ী থেকে চলার সময় বিরক্তিকর শব্দ হবে।
  2. টায়ার অতিরিক্ত খয় হয়।
  3. গাড়ী ডানে ও বামে টানে।
গাড়ির গতি কমে যায়।
সাসপেনশনের Parts সমুহ:-

  • Front hanger with ball joint.
  • Shokabsorbar.
  • Coil spring.
  • Leaf spring.
  • leaf spring bush.
  • Tie rod.
  • Tie rod end etc.

Market parts idea ( পার্টস সম্পর্কে ধারনা)
বাজারে একই পার্টস দেখতে হুবহু একই রকম কিন্তু এরই ভীতর থাকে লোকাল বা second quality যা আপনার গাড়ীর জন্য খুবই ঝুকিপূর্ন।এজন্য চাই সৎ বিসস্ত বিক্রেতা।
যেমন উত্তরা আছে লাকী মটর।মোবাইল নং ০১৯৭২৮৬৭৮০১
মহাখালী সামাদ আটো।মোবাইল নং
০১৭৩১৫১৫৩৬২
বাংলামটর
কালামমটর
একে অটোস
মানিক মটর।